নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের পুনর্নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর। সাত কংগ্রেসম্যান ৮১ বছর বয়সী বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানানোর পরে কলোরাডোর সিনেটর মাইকেল বেনেট এ প্রশ্ন তুলেছেন।
বুধবার সিএনএনকে কলোরাডোর সিনেটর মাইকেল বেনেট বলেছেন, তিনি আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাবেন বাইডেন এবং সম্ভবত তা বড় ধরনের ব্যবধানে।
গত মাসের শেষের দিকে ট্রাম্পের সঙ্গে বিতর্কে হোঁচট খাওয়ার পরে পুনরায় নির্বাচনে বাইডেনের শারীরিক ও মানসিক যোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে।
বেনেট সিএনএনকে বলেছেন, নির্বাচনে টিকে থাকা ‘প্রেসিডেন্টের বিবেচনা করার মতো কিছু। আমার মনে হয়, এই নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পথে এবং সম্ভবত ব্যাপক ব্যবধানে জিততে পারে।’
তিনি জানান, বিষয়টি ‘আমাদের দেশের ভবিষ্যত সম্পর্কে একটি নৈতিক প্রশ্ন।’