একাত্তর টিভিকে আইনি নোটিশ দিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। ঘুম কাণ্ড নিয়ে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় এই নোটিশ দেওয়া হয়।
তাসকিনের পক্ষে সুপ্রিম কোটের আইনজীবি জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব নোটিশটি পাঠান। এই নোটিশের গ্রহীতা হিসেবে উল্লেখ করা হয় একাত্তর টিভি, জেনারেল ম্যানেজার এটিএম নজরুল ইসলাম, সিনিয়র নিউজ এডিটর আরিফুর রহমান ও রিপোর্টার পার্থ বণিককে।
নোটিশে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাসকিন ভারতের বিপক্ষে ম্যাচে টসের কমপক্ষে ২০ মিনিট আগে মাঠে আসেন। অংশ নেন জাতীয় সঙ্গীতানুষ্ঠানেও। কিন্তু ১ জুলাই একাত্তর টিভি সংবাদ প্রকাশ করে তাসকিন টসের পর মাঠে গেছেন এবং একাদশ থেকে বাদ পড়েন।
এই তথ্যকে মিথ্যা দাবি করে নোটিশে বলা হয়েছে, ৭ দিনের মধ্যে শর্তহীন ক্ষমা চেয়ে সত্য তুলে ধরে একটি সংবাদ প্রকাশ করতে হবে। একাত্তর টিভির খেলাধুলার সংবাদ বিষয়ক সেগমেন্ট খেলাযোগ এবং অনলাইন থেকে পূর্বের সংবাদ সরিয়ে নিয়ে ক্ষমা চাওয়ার সংবাদটি প্রকাশ করার কথাও বলা হয়েছে।
নোটিশে আরও জানানো হয়, ৭ দিনের মধ্যে ক্ষমা না চেয়ে সংবাদ প্রকাশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তাসকিন।
এর আগে তাসকিন সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলাসা করেছেন বিষয়টি। তিনি জানান, ‘আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০:০০ এ। আমরা সকাল ১০:১৫ এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ এ শুরু হয়েছিল।’
‘আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন’
‘আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।’