কোপা আমেরিকার ফাইনাল খেলতে মায়ামিতে পৌঁছেছে আর্জেন্টিনা। মঙ্গলবার কানাডার বিপক্ষে সেমিফাইনালে ২-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা। এরপর মায়ামির উদ্দেশ্যে রওয়ানা দেয়। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে ফাইনালের আগে প্রথম ট্রেনিং করবে স্কালোনির শিষ্যরা।
রোববার (১৪ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া।
আজ বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছর পর ফাইনালে উঠেছে। সবশেষ তারা ২০০১ সালে ফাইনাল খেলেছিল এবং মেক্সিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ২৩ বছর পর আরও একবার তাদের সামনে সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু পেরুতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামক গ্রেট ওয়াল।
অন্যদিকে আর্জেন্টিনার সামনে রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা জয়ের সুযোগ। ১৫টি করে শিরোপা নিয়ে উরুগুয়ের সঙ্গে আলবিসেলেস্তারা আছে যৌথভাবে শীর্ষে। এবার সবাইকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান নেওয়ার সুযোগ মেসি-ডি মারিয়াদের সামনে।