খেলাধুলা

ইউরোর ফাইনাল পরিচালনা করবেন যারা 

ইউরোর ফাইনাল পরিচালনা করবেন যারা 

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামছে স্পেন ও ইংল্যান্ড। এই ম্যাচের রেফারিদের নাম ঘোষণা করেছে আয়োজকরা। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন ফ্রান্সের ফ্রান্সিওস লেটেক্সিয়ার।

লেটেক্সিয়ার বেশ অভিজ্ঞ রেফারি। ২০১৭ সাল থেকে ফিফার ম্যাচ পরিচালনা করে আসছেন ৩৫ বছর বয়সী এই রেফারি। ইউরোর চলতি আসরে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া-আলবেনিয়া ও ডেনমার্ক-সার্বিয়ার ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন লেটেক্সিয়ার। এ ছাড়া নকআউট পর্বে শেষ ষোলোয় জর্জিয়া-স্পেনের ম্যাচেও রেফারির দায়িত্বে ছিলেন তিনি।

অভিজ্ঞতার দিকে তাকালে দেখা যায়, লেটেক্সিয়ার উয়েফা সুপার কাপের ফাইনাল থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও পরিচালনা করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে তিনি ছিলেন চতুর্থ রেফারি।

আসছে প্যারিস অলিম্পিকে রেফারির দায়িত্ব পালনের জন্যও তাকে নির্বাচিত করা হয়েছে। ফাইনালে তার সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশি সিরিল মুগনিয়ার ও মেহদি রাহমৌনি।চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের জিমোন মার্সিনিয়াক। ভিএআর রেফারি থাকছেন ফ্রান্সের জার্ম ব্রিসার্ড।