সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গোসল করার সময় মুগরাইম হাওরের পানির স্রোতে ভেসে বউ-শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুরে উপজেলার জানিয়ারচর গ্রামে মারা যান তারা।
মারা যাওয়ারা হলেন- একই গ্রামের ফিরোজ আলীর স্ত্রী রোজিনা খাতুন (৪৫) এবং রোজিনা খাতুনের ছেলে হক মিয়ার স্ত্রী পিপাসা আক্তার (২০)। পিপিসা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, আজ দুপুরে বাড়ির পাশের হাওরে রোজিনা খাতুন ও পিপাসা আক্তার গোসল করতে যান। গোসল শেষে উঠে আসার সময় পা পিছলে হাওরে পড়ে যান রোজিনা খাতুন। এসময় কংস নদী থেকে হাওরে প্রবেশ করা পানির তীব্র স্রোত রোজিনাকে ভাসিয়ে নিয়ে যায়। শাশুড়িকে বাঁচাতে হাওরের পানিতে নামেন পুত্রবধূ পিপাসা আক্তার। স্রোতে তিনিও ভেসে যান। এ দৃশ্য দেখে পরিবারের অন্য সদস্যরা চিৎকার শুরু করলে গ্রামের লোকজন এসে হাওরে মাছ ধরার জাল ফেলে দুই জনের মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, ‘হাওরে পানির স্রোতে ভেসে গিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন তাদের মৃরদেহ উদ্ধার করেন।’