অর্থনীতি

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক হলেন কাজী ফয়সল

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নিরপেক্ষ পরিচালক হলেন অ্যাডভোকেট কাজী ওয়ালীউদ্দিন ফয়সল।

সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৭১তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে নিরপেক্ষ পরিচালক হিসেবে মনোনীত করা হয়।

কাজী ফয়সল ফেনী সদর উপজেলার মাথিয়ারা প্রবীণ কর আইনজীবী কাজি গোলাম মাইন উদ্-দীনের ছেলে। বর্তমানে ফয়সল বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি।

এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবলীগের (নানক-আজম কমিটিতে) সদস্য, বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও  সেন্ট্রাল ল' কলেজের  সাধারণ সম্পাদক ছিলেন। 

কাজী ফয়সল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘মুজিব মানে বাংলাদেশ’ ও জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘সংশপ্তক শেখ হাসিনা’ কাব্যগ্রন্থ দুইটির যৌথ রচয়িতা।