কিশোরগঞ্জের মিঠামইন হাওরের পানিতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর আবীর হোসেন (২০) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্ট থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া আবীর হোসেন রাজধানী ঢাকার উত্তর মুগদা এলাকার আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে হাওরের পানিতে যুবক নিখোঁজ
মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, আজ সকাল থেকে নিখোঁজ যুবকের সন্ধানে হাওরে উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকে একটু দূরে মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার শেষে মিঠামইন থানায় হস্তান্তর করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুলাই) মা আঁখি আক্তারসহ পরিবার নিয়ে কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরতে আসেন আবীর। দুপুর ৩টার দিকে মিঠামইন জিরোপয়েন্ট এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামেন তাঁরা। এ সময় সঙ্গের একজন পানির স্রোতে ভেসে যেতে শুরু করলে তাকে সহায়তা করতে যান আবীর। এসময় তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬টায় উদ্ধার অভিযান শুরু করে। রাতে বিরতি শেষে আজ সকাল ৮টায় দ্বিতীয় দফায় উদ্ধার কাজ শুরু হয়। সন্ধ্যায় মরদেহ উদ্ধার হয়।