খেলাধুলা

ক্রীড়াপ্রেমীদের জন্য ট্রিপল ধামাকা: একদিনে তিন ফাইনাল

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ একটি বিশেষ দিন। একেবারে ট্রিপল ধামাকা। একদিনে তারা উপভোগ করতে পারবে তিন-তিনটি বড় ফাইনাল।

আজ রোববার (১৪ জুলাই, ২০২৪) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা উইম্বলডন চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর ফাইনাল। যেখানে লড়ছেন কার্লোস আলকাসের ও নোভাক জকোভিচ।

দিবাগত রাতে রয়েছে ইউরো-২০২৪ এর ফাইনাল। বার্লিনে যেখানে লড়বে স্পেন ও ইংল্যান্ড। ইংল্যান্ডের সামনে ৫৮ বছর পর শিরোপা জয়ের সুযোগ। অন্যদিকে স্পেনের সামনে সুযোগ চতুর্থ ইউরো শিরোপা জেতার। এর আগে তারা ১৯৬৪, ২০০৮ ও ২০১২ সালে জিতেছিল ইউরোর শিরোপা।

আর সোমবার সকালে (৬টা) রয়েছে কোপা আমেরিকা-২০২৪ এর ফাইনাল। ফ্লোরিডার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শিরোপার জন্য মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ১৯ মাস আগে জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষার পালা ঘুচিয়েছিলেন মেসি। ২০২১ কোপ ও ২০২২ বিশ্বকাপের পর এবার তাদের সামনে তৃতীয় শিরোপা জেতার সুযোগ।