খেলাধুলা

স্পেনের অনন্য রেকর্ড ছোঁয়ার সুযোগ আর্জেন্টিনার সামনে

ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে ৪ বছরের ব্যবধানে তিনটি মেজর শিরোপা জয়ের রেকর্ড রয়েছে কেবল স্পেনের। তারা ২০০৮ সালে জার্মানিকে হারিয়ে জিতে ইউরো। এরপর ২০১০ সালে নেদারল্যান্ডসকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে জিতে বিশ্বকাপ। আর ২০১২ সালে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে স্পেন আবারও ইউরো জিতে অনন্য রেকর্ড গড়ে।

তবে এবার অবশ্য স্পেনের অনন্য সেই রেকর্ড ছোঁয়ার দারুণ সুযোগ রয়েছে আর্জেন্টিনার সামনে। তারা ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে জিতেছিল কোপা আমেরিকার শিরোপা। এরপর ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর জিতেছিল বিশ্বকাপ। এবার ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে তারা। বাংলাদেশ সময় সোমবার সকালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিততে পারলেই স্পেনের পর ফুটবল ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি মেজর শিরোপা জয়ের রেকর্ড গড়বেন মেসি-ডি মারিয়ারা।