কক্সবাজারে টেকনাফের খারাংখালী স্টেশনে ডিস লাইন মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিব উল্লাহ ওরফে জাহাঙ্গীর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিব উল্লাহ ওই ইউনিয়নের কাঞ্জরপাড়ার বাদশা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে এসআই শামীম হোসেন বলেন, দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারামখালী স্টেশনের নাছরপাড়ায় একটি বাড়ির পাশে জাহাঙ্গীর ডিস এবং ইন্টারনেট সংযোগ দিতে যান। এক পর্যায়ে বৈদ্যুতিক খুঁটি সংলগ্ন গাছের ওপর উঠেন। এতে গাছটির মধ্য দিয়ে টানা বিদ্যুতের সংযোগ তারের সঙ্গে অসতর্কতাবশত স্পর্শ হলে বিকট শব্দ হয়। এরপর তিনি অবচেতন হয়ে গাছের উপর আটকে থাকে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী সাইমুন মই দিয়ে তাকে নিচে নামিয়ে আনে।
তিনি আরও জানান, পরে স্থানীয়দের সহায়তায় গয়ালমারা এলাকার এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিব উল্লাহকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ নিজ বাড়িতে রয়েছে বলেও জানান তিনি।