সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছি। কিন্তু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রলীগ আমাদের ভাইদের ওপর হামলা চালিয়েছে। আমাদের ভাইদের রক্তাক্ত করা হয়েছে। আমাদের ভাই-বোনদের রক্ত দেখে আমাদের জীবনের ভয় চলে গেছে। আমাদের ওপর যত বেশি হামলা করবেন, যত ভয় দেখাবেন, আন্দোলন তত বেশি বেগবান হবে। আর একবার যদি আমার ভাইদের ওপর হামলা করা হয়, তাহলে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলবো।