নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ-পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নদীর কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঘাঘা গ্রাম এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন বড়দিয়া নৌ-পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধুমতি নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।