শিক্ষা

ভিসি চত্বরে কোটা আন্দোলনকারীদের গায়েবানা জানাজা

গায়েবানা জানাজা ঘিরে আবারও উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটে ঢাবির ভিসি চত্বরে শিক্ষার্থীরা গায়েবানা জানাজা পড়েন।

এ সময় সারা দেশে নিহত ৬ শিক্ষার্থীর স্মরণে ছয়টি খালি কফিন জাতীয় পতাকায় মুড়িয়ে সামনে রাখা হয়।

উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা শেষে বিকেল চারটা ১০ মিনিটে চার-পাঁচটি কফিন নিয়ে মিছিল শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ভিসির বাসভবনের সামনে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে তার এগিয়ে যায়। এই মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছেন।    এ সময় পুলিশকে উদ্দেশ করে তারা ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি দিতে থাকে। একপর্যায়ে মিছিলটি বেগম রোকেয়া হলের সামনে এলে পুলিশ মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এর জবাবে শিক্ষার্থীরাও পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় একাধিক সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।