কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন দিয়ে মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের এক নেতা পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার (১৬ জুলাই) একটি পোস্ট করে পদত্যাগের ঘোষণা দেন সৈয়দ সাদী।
পদত্যাগ করা সৈয়দ সাদী ডাসার উপজেলা ছাত্রলীগের উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।
জানতে চাইলে সৈয়দ সাদী বলেন, ‘আমি কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছি।’
ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক বলেন, ‘তিনি (সৈয়দ সাদী) কী কারণে পদত্যাগ করার ঘোষণ দিয়েছিলেন এ বিষয়ে সভাপতি ও সম্পাদক কিছুই জানি না। তিনি নিজেই বলতে পারবেন। তার পদত্যাগপত্র আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। তবে, শুনেছি তিনি কোটা আন্দোলনকে সমর্থন দিয়ে এ কাজ করেছেন।’