নাটোরে লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে দিপু, অপু ও জয় নামে তিন শিশু নিখোঁজ হয়েছে। সেসময় খালেক নামের অপর এক শিশু নদী থেকে সাঁতারে পাড়ে ওঠে।
বুধবার (১৭ জুলাই) দুপুর লালপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকা সেভেন স্টার ইটভাটার পাশে পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে।
লালপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টাফ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজ শিশুরা হলো, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার আবুল কালামের দুই ছেলে দিপু (১২) ও অপু (১৪)।অপর জন হলো একই এলাকার স্বপনে ছেলে জয় (১৪)।
স্থানীয়রা জানান, দুপুরে গোসল করার জন্য দিপু ,অপু,জয় ও খালেক একসাথে পদ্মা নদীতে ঝাঁপ দেয়। এ সময় পদ্মা নদীতে পানি বেশি ও স্রোতে থাকায় দিপু, অপু, জয় পানিতে ডুবে যায়। খালেক কোনোমতে সাঁতরে তীরে উঠে এ ঘটনা এলাকাবাসীকে জানায়। সাথে সাথে জাল ও নৌকা নিয়ে এলাকাবাসী খুঁজতে শুরু করে। একই সাথে ফায়ার সার্ভিসকেও খবর দেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় লালপুর ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রাজশাহীতে ডুবুরিদের খবরদার দেওয়া হয়েছে। তারাও রওনা দিয়েছে।