রাজনীতি

‘জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরকার ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে’

দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে গণতন্ত্র মঞ্চের নেতারা দাবি করেছেন, জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সরকার ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

বুধবার (১৭ জুলাই) বিকে‌লে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা পড়তে বায়তুল মোকাররমে ঢুকতে পা‌রেনি গণতন্ত্র মঞ্চের নেতারা। প‌রে পু‌লিশি বাধার মধ্যেই রাস্তায় নেতাকর্মীরা জানাজায় অংশ নেন। পরবর্তীতে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সেখান থেকে এক বিক্ষোভ মিছিল ‌বের ক‌রে। মি‌ছিল‌টি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ঘুরে বিজয়নগর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় তারা এ দাবি জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘৃণাসূচক মন্তব্য করার মধ্য দিয়ে দেশব্যাপী এইরকম সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রথমে উস্কে দেন স্বয়ং প্রধানমন্ত্রী। পরবর্তীতে তার ছাত্রলীগ এবং পুলিশকে নামিয়ে টানা দুই দিন ধরে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা করা হয়। তার দলের নেতারা পুলিশ ও ছাত্রলীগকে ব্যবহার করে শিক্ষার্থীদের শায়েস্তা করা হবে, সেই হুমকি দিতে থাকে। এসবের মধ্য দিয়ে পরিষ্কার হয়, শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। শিক্ষার্থী হত্যার হুকুমদাতা হিসেবে প্রধানমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করতে হবে। সরকার জনগণের বিপক্ষে দাঁড়িয়ে তার ক্ষমতায় থাকার সমস্ত বৈধতা হারিয়েছে। 

নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন আওয়ামী মাফিয়াগোষ্ঠীর সংঘবদ্ধ যে আক্রমণের মুখে পড়েছে আমাদের সন্তানেরা, তাদের জীবন ও ভবিষ্যৎ রক্ষা করতে দেশের আপামর জনগণকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের ভবিষ্যতের জন্য লড়াই করছে শিক্ষার্থীরা, কার্যত সারা বাংলাদেশের রাজপথ ও শিক্ষাপ্রতিষ্ঠান এখন তাদের দখলে। তাদের বিজয় আজকে বাংলাদেশের বিজয়, তাদের হেরে যাওয়া মানে বাংলাদেশের হেরে যাওয়া। তাদের জয়ী করতে বাংলাদেশের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এ সময় বক্তব‌্য রা‌খেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, নাগরিক ঐক্যর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ।