ক্যাম্পাস

নিহত আবু সাঈদ স্মরণে হাবিপ্রবিতে কফিন মিছিল 

কোটা আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কফিন মিছিল করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বেলা ৩ টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে কফিন মিছিলটি করে হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।

হাবিপ্রবি সংলগ্ন মহাসড়কের ওপর ‘সাঈদ ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শিক্ষকেরা চুপ কেন, জবাব চাই জবাব চাই’, ‘হাবিপ্রবিতে হামলা কেনো, জবাব চাই জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা বিশ্ববিদ্যালয়ের ১নং ও ২নং ফটক প্রদক্ষিণ করেন।

মিছিল শেষে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে নিহত আবু সাঈদের আত্মার মেগফেরাত কামনা করে দোয়া করেন।

দোয়া শেষে তারা সাংবাদিকদের বলেন, আমরা নিহত আবু সাঈদকে আজীবন স্মরণ রাখতে চাই। গতকাল (মঙ্গলবার) আমাদের বিশ্ববিদ্যালয়ে ওপর যে অতর্কিত হামলা চালানো হয়, তা অত্যান্ত দুঃখজনক। তবে তারা তাদের ভুল বুঝতে পেরেছে যে, আমরা তাদের ছোট ভাই ও বোন। আমরা কারও ক্ষতি করিনি। আমরা কেন্দ্রীয় কর্মসূচি অনু্যায়ী আমাদের বিশ্ববিদ্যালয়ে পরবর্তী আন্দোলন চালিয়ে যাবো।