কোটা সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। এতে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের গৌরাঙ্গ বাজার থেকে সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে সারা শহর জুড়ে। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা কিশোরগঞ্জ-ঢাকা ও কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলে সড়কে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আজ সকাল থেকেই কোটা সংস্কারের দাবিতে শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে শুরু হয় সংঘর্ষ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে। পরে পুলিশ এসে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ধাওয়া দেয়। সংঘর্ষ থামাতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন মিডিয়ার পাঁচ সংবাদ কর্মী আহতও হয়েছেন।
এছাড়াও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।