অর্থনীতি

সূচকের বড় পতনে লেনদেন চলছে

টানা তিন দিন বন্ধ থাকার পর বুধবার (২৪ জুলাই) দেশের পুঁজিবাজার আবার খুলছে। এদিন সূচকের পতন দিয়েই লেনদেন শুরু হয়েছে। পুঁজিবাজারে লেনদেন শুরুর সোয়া এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বড় পতন লক্ষ্য করা গেছে।

এ দিন ১২টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৩.০৮ পয়েন্ট কমেছে। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৩৩.১৩ পয়েন্ট কমেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে ৩৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪৬ কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। দর বেড়েছে মাত্র ১৩টি কোম্পানির শেয়ারের। অপরিবর্তিত ১৫টি কোম্পানির শেয়ার দর।

এদিকে, সিএসইতে ৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টি কোম্পানির শেয়ার দর পতন হয়েছে। দর বেড়েছে মাত্র ৩টি কোম্পানির শেয়ারের। অপরিবর্তিত ১টি কোম্পানির শেয়ার দর।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুঁজিবাজারে সূচক পতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল।