অর্থনীতি

শিপিং ড্যামারেজ চার্জ মওকুফ চায় ব্যবসায়ীরা

শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বুধবার (২৪ জুলাই) ব্যবসায়ীদের পক্ষে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এক বিবৃবিতে এ দাবি জানায়।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আমদানি-রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে পোর্ট ও শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের দাবি জানাচ্ছি। একইসঙ্গে বন্দরের ক্লিয়ারিং কার্যক্রম স্বাভাবিক হওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত এ চার্জসমূহ আরোপ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা বন্ধে কারফিউ চলাকালে সরকার তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করে। এ সময় বন্দরের কার্যক্রমও বন্ধ ছিল।