রাজনীতি

এখনও তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর দলটির কার্যালয় তালাবদ্ধ ও চারপাশে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা টানিয়ে দেওয়া হয়। এখনও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ থাকলেও নেই ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ চিত্র দেখা যায়। 

দলের কার্যালয় এখনও তালাবদ্ধ রয়েছে। কার্যালয়ে প্রবেশমুখে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আর্বজনা। কয়েকটি চেয়ার পড়ে আছে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বা আশেপাশে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তবে রাস্তায় চলাচলকারী পথচারীদের কাউকে কাউকে কৌতূহল নিয়ে বিএনপি কার্যালয়ের প্রবেশমুখে উঁকি দিতে দেখা গেছে।

এদিকে, গতকাল রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় আইনশৃঙ্খলা বাহিনী তালাবদ্ধ করে রেখেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানের নামে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তছনছ করে দিয়েছে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।