খেলাধুলা

তৃতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ ঘোষণা

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। শুক্রবার এজবাস্টন টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে তারা।

প্রভাব বিস্তার করে প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। এবার ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে স্টোকস বাহিনী।

প্রথম টেস্ট ১১৪ রানে জয় পায় ইংল্যান্ড। পরের টেস্টে জয় পায় ২৪১ রানের বিশাল ব্যবধানে। এই টেস্ট জো রুট আর একটি সেঞ্চুরি পেলে ছুঁয়ে ফেলবেন অ্যালিস্টার কুকের ৩৩ সেঞ্চুরির রেকর্ড।

তৃতীয় টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, মার্ক উড ও শোয়েব বশির।