কয়েক দিন আগে কৃত্রিম লেন্স পরে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্রাভিনেত্রী অভিনেত্রী জেসমিন ভাসিন। এখন সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়াকে জেসমিন ভাসিন বলেন, ‘আমি প্রায় সুস্থ হয়ে গিয়েছি। অল্প অস্বস্তি ও ব্যথা হয়। পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় প্রয়োজন। আমি চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। এখন আমি আমার দৈন্দিন কাজও করতে পারছি। ধন্যবাদ জানাচ্ছি চিকিৎসকদের, যারা আমাকে সুস্থ হতে সাহায্য করেছেন।’
আগামী ১ মাস মেকআপ নেওয়ার সময়ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ তথ্য উল্লেখ করে জেসমিন ভাসিন বলেন, ‘আগামী এক মাস মেকআপ ও লেন্স ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছুদিন লেন্স পরতে পারব না। চোখে কোনোভাবেই মেকআপ লাগানো যাবে না।’
দীর্ঘদিন ধরে চোখে লেন্স পরেন জেসমিন। গত ১৭ জুলাই দিল্লিতে একটি অনুষ্ঠান ছিল। সেদিনও চোখে লেন্স পরেন। কিন্তু তারপরই বাধে বিপত্তি।
ঘটনার বর্ণনা দিয়ে জেসমিন ভাসিন বলেন, ‘গত ১৭ জুলাই দিল্লিতে একটি অনুষ্ঠানে ছিলাম। জানি না লেন্সে কী সমস্যা হয়েছিল। লেন্স পরার পর থেকেই চোখে ব্যথা শুরু হয়। ওই সময়েই ডাক্তারের কাছে যেতে চেয়েছিলাম। কিন্তু অনুষ্ঠানে কমিটেড থাকায় সিদ্ধান্ত নিই, অনুষ্ঠান শেষে ডাক্তারের কাছে যাব।’
‘অনুষ্ঠান চালিয়ে নেওয়ার জন্য সানগ্লাস পরেছিলাম। আমার টিম আমাকে সাহায্য করছিল। কিন্তু কিছুক্ষণ পরে আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না। পরে রাতেই চক্ষু বিশেষজ্ঞের কাছে যাই।’ বলেন জেসমিন ভাসিন।