সারা বাংলা

হবিগঞ্জে পিস্তল ঠেকিয়ে এনজিও কার্যালয়ের টাকা লুট

হবিগঞ্জ জেলা শহরে ‘শক্তি ফাউন্ডেশন’ নামে একটি এনজিও কার্যালয়ের ক্যাশিয়ারের মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মুখোশধারী ৪ জন দুর্বৃত্ত শহরের মাহমুদাবাদ এলাকার ইসহাক আলী সেবনের মালিকানাধীন বাসভবনের নিচতলায় অবস্থিত কার্যালয়টিতে প্রবেশ করে টাকা চুরি করে।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল দিবাগত রাত ৩টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা ইসহাক আলী সেবনের মালিকানাধীন বাড়ির নিচতলায় অবস্থিত শক্তি ফাউন্ডেশনে জানালা ভেঙে প্রবেশ করে। তারা এনজিওর ক্যাশিয়ার প্রান্ত দেবনাথের মাথায় পিস্তল ও কর্মচারী জনি রায় এবং আসাদুজ্জামানের সামনে ছুরি ঠেকায়। এরপর দুর্বৃত্তরা আলমারির তালা ভেঙে সেখান থেকে প্রায় ২৭ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া ভিডিওচিত্র সংগ্রহ করেছে।

বাড়ির মালিক শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী বলেন, ‘এনজিও কার্যালয়ে টাকা লুটের পর দুর্বৃত্তরা দ্বিতীয় তলায় আমার বাসায় প্রবেশের চেষ্টা করে। ফজরের আজান হলে সড়কে পথচারীরা চলে আসায় তারা পালিয়ে যায়।’

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, ‘এটি বড় ধরণের একটি চুরি। ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’