আন্তর্জাতিক

কমলাকে সমর্থন দিলেন ওবামা ও মিশেল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা। কমলাকে ফোন করে সমর্থন জানিয়েছেন তারা। শুক্রবার যৌথ বিবৃতিতে ওবামা দম্পতি এ তথ্য জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিপর্যয়কর বিতর্কের পারফরম্যান্সের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য প্রেসিডেন্ট বাইডেনের বয়স এবং মানসিক তীক্ষ্ণতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয় দলের মধ্যে। প্রার্থীতা প্রত্যাহারের ব্যাপারে ডেমোক্রেটদের কাছ থেকে কয়েক সপ্তাহ ধরে চাপের মুখে ছিলেন বাইডেন। শেষ পর্যন্ত মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রার্থীতা থেকে সরে আসার ব্যাপারে গত সপ্তাহে ঘোষণা দেন বাইডেন। ওই সময় পরবর্তী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে ভাইস প্রেসিডেন্ট কমলার নাম প্রস্তাবও করেন তিনি। 

ডেমোক্রেটরা কমলাকে সমর্থন জানালেও এতোদিন নীরব ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামা। কেন ডেমোক্রেটদের এই দুই গুরুত্বপূর্ণ সদস্য কমলাকে সমর্থন জানাচ্ছেন না, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল, বাইডেনের সরে দাঁড়ানো এবং সেই জায়গায় কমলাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করার বিষয়ে ওবামারা একেবারেই খুশি নন। এমনকি, ওবামা ঘনিষ্ঠ মহলে নাকি এ-ও বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে হারাতে পারবেন না কমলা। তবে সব জল্পনার অবসান হল শুক্রবার।