গতকাল শুক্রবার রাতে হয়েছে ২০২৪ অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন। আজ শনিবার রয়েছে ১৩টি ইভেন্টের চূড়ান্ত রাউন্ডের খেলা। যেখানে ১৩টি স্বর্ণের ফয়সালা হবে। তবে আজ প্যারিস অলিম্পিকের প্রথম পদক জিতেছে কাজাখস্তান। আর প্রথম স্বর্ণ জিতেছে চীন। প্রথম রৌপ্য গেছে দক্ষিণ কোরিয়ার ঝুলিতে।
১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র ইভেন্টে জার্মানিকে ১৭-৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে কাজাখস্তান। তাদের হয়ে খেলেন আলেক্সান্দ্রা লি এবং সাতপায়েভ ইসলাম। অন্যদিকে জার্মানির হয়ে খেলেন আন্না জানসেন ও ম্যাক্সিমিলিয়ান উলব্রিচ। জানসেন র্যাকিংয়ে বিশ্বের নাম্বার ওয়ান। আর উলব্রিচ ১৯তম। তারা দুজন কাজাখস্তানের লি (৩৩তম) ও সাতপায়েভের (৯৫তম) বিপক্ষে স্পষ্টতই ফেভারিট ছিলেন। কিন্তু পারলেন না ব্রোঞ্জ জিততে।
এই ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণ জিতে চীন। যা প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণজয়ের ঘটনা। তারা ১৬-১২ ব্যবধানে হারিয়েছে কোরিয়াকে। চীনের হয়ে জুটি বেঁধে খেলেন হুয়াং ইউটিং ও শেং লিহাও। অন্যদিকে কোরিয়ার হয়ে খেলেন কেউম জি-হিয়ন ও পার্ক হাজুন। এবারের অলিম্পিকে প্রথম রৌপ্য জিতলো কোরিয়া।