সারা বাংলা

কুষ্টিয়ায় ওয়ালটন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ওয়ালটন ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী খেলা হয়। ফাইনাল খেলায় কামালপুর ফুটবল একাডেমিকে ২-৩ গোলে হারিয়ে রানা একাডেমি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির ছাত্রনেতা মোতাসিম বিল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসির রিজিওনাল সেলস ম্যানেজার আবু সাঈদ, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক আমিনুল হক লালা, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মনিরুল ইসলাম, হোসেনাবাদ সাফিম ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী শামীম হোসেন, ক্রীড়া সংগঠক মুন্নাফ মন্ডল প্রমুখ।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির ছাত্রনেতা মোতাসিম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী।

এ সময় রেজাউল করিম বলেন, মাদককে না বলে খেলাধুলায় যুব সমাজকে অগ্রসর হতে হবে। খেলাধুলা মানুষের মন ও শরীর সুস্থ রাখে। সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি যুবসমাজকে মাঠে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি গ্রামীণ পর্যায়ে এমন খেলার আয়োজনে সহযোগিতা করার জন্য ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ পিএলসিকে ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরদার আব্দুল খালেক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাহবুব আলম পলো। দিনব্যাপী এ টুর্নামেন্টে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ ফুটবল একাদশ, কামালপুর ফুটবল একাডেমি, দফাদারপাড়া ফুটবল একাদশ ও রানা একাডেমি ফুটবল একাদশ অংশ নেয়। 

কয়েকশত মানুষ খেলা উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার রেফারি আসাদুজ্জামান মিনু। তার সহযোগী হিসাবে ছিলেন নাজমুল ইসলাম শান্ত ও মনিরুজ্জামান মনির। ধারাভাষ্যে ছিলেন সামসুল আলম।

বিজয়ী দলকে ওয়ালটন ফ্রিজ এবং রানারআপ দলকে ওয়ালটন টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।