খেলাধুলা

আইসিসির মিটিংয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন পাপন, এরপর যা হলো 

কোটা সংস্করণ আন্দোলনে দেশ যখন উত্তাল তখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়ে অংশ নিতে শ্রীলঙ্কায় যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ইন্টারনেট ব্ল্যাকআউট থাকায় এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই কর্তা। 

এরপর? রোববার (২৮ জুলাই) গণমাধ্যমে পাপন জানান, তাকে দেখার পর আইসিসি কর্তাদের মনে হয়েছে বাংলাদেশের সবকিছু ঠিক আছে । তারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শংকার কথাও জানিয়েছেন। তবে আনুষ্ঠানিক মিটিংয়ে এটি নিয়ে আলোচনা না হলেও পরিস্থিতি নিয়ে পাপনের কাছে জানতে চেয়েছেন। 

বিসিবি সভাপতি বলেন, ‘বোর্ড মিটিংয়ে এটা নিয়ে কোন আলোচনা হয়নি। আমি যখন সেখানে গেলাম, ওই সময়টাই দেশের পরিস্থিতি সবচেয়ে খারাপ ছিল। তখন বাইরে সবার সঙ্গে যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। ওরা যে সব খবর পাচ্ছিল, তাতে ওরা অনেক শঙ্কিত ছিল।’

‘আমাকে দেখার পর ওরা বুঝতে পারল যে নাহ, সব ঠিক আছে। এরপর আইসিসিতে বোর্ড মিটিংয়ে এ নিয়ে কোন আলাপ হয়নি। অন্যরা সবাই জানতে চেয়েছে, কি হয়েছে না হয়েছে। এটাই’- আরও যোগ করেন পাপন। 

গত ২২ জুলাই কলম্বোয় আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। গতকাল রাতে দেশে ফেরেন তিনি। বোর্ড মিটিংয়ে আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট, মিডিয়া রাইটসসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

বিসিবি সভাপতি বলেন, ‘আইসিসির নির্বাচন, অন্যান্য যে টুর্নামেন্ট, মিডিয়া রাইটস, সর্বশেষ বিশ্বকাপ, এটাকে কি হলো না হলো, এসব নিয়েই আলোচনা বেশি ছিল।’

এ ছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে এখনও পাকিস্তানই আছে বলে জানিয়েছেন পাপন, ‘চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানে হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত সেটাই আছে।’