শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে অলিম্পিক গেমস-২০২৪। ইতোমধ্যে তিনদিনের খেলা শেষ হয়েছে। তিনদিন শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে জাপান। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জাপান ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক জিতেছে। অস্ট্রেলিয়া ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক জিতেছে। আর যুক্তরাষ্ট্র ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জিতেছে। চতুর্থ স্থানে আছে আয়োজক ফ্রান্স।
চলুন দেখে নিই তৃতীয় দিন শেষের অলিম্পিক গেমসের পয়েন্ট টেবিল।
দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট জাপান ৪ ২ ১ ৭ অস্ট্রেলিয়া ৪ ২ ০ ৬ যুক্তরাষ্ট্র ৩ ৬ ৩ ১২ ফ্রান্স ৩ ৩ ২ ৮ দ. কোরিয়া ৩ ২ ১ ৬ চীন ৩ ১ ২ ৬ ইতালি ১ ২ ৩ ৬ কাজাখস্তান ১ ০ ২ ৩ বেলজিয়াম ১ ০ ১ ২ জার্মানি ১ ০ ০ ১