আইন ও অপরাধ

তারেক রহমানের মামলা পুনরায় তদন্তের আবেদন

জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা পুনরায় তদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (২৯ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ছিলো। তবে এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম এ আবেদন করেন। এর ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর পুনরায় তদন্তের বিষয়ে আদেশের জন্য রেখেছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। 

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম।

গত বছর ২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) উপ-পরিদর্শক হাসানুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন।