বিনোদন

প্রেমিককে ‘হবু বর’ হিসেবে পরিচয়, লেডি গাগার বিয়ের গুঞ্জন

পপতারকা লেডি গাগা ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। গত চার বছর ধরে মাইকেল পোলানস্কির সঙ্গে প্রেম করছেন। এবার প্রেমিককে ‘হবু বর’ হিসেবে পরিচয় করালেন এই গায়িকা। সিএনএন এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার (২৮ জুলাই) অলিম্পিক সুইমিং প্রতিযোগিতা পর্বে উপস্থিত হন লেডে গাগা, এসময় তার সঙ্গে ছিলেন প্রেমিক মাইকেল। সেখানে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়াল আতালের সঙ্গে মাইকেলকে ‘হবু বর’ হিসেবে পরিচয় করিয়ে দেন লেডি গাগা। প্রধানমন্ত্রীর টিকটকে পোস্ট করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

লেডি গাগা ও মাইকেল

প্রেমিককে ‘হবু বর’ হিসেবে পরিচয় করানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর লেডি গাগার বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। এ বিষয়ে কথা বলতে লেডি গাগার প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সিএনএন। কিন্তু কোনো মন্তব্য পায়নি সংবাদমাধ্যমটি।

২০২০ সালে লেডি গাগা ও পোলানাস্কির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। মূলত, ইনস্টাগ্রামে তাদের রোমান্টিক একটি ভিডিও প্রকাশের পর এ জুটির প্রেমের খবর ছড়িয়ে পড়ে।