আন্তর্জাতিক

কমলা হ্যারিসের প্রচারণা তহবিলে ১ সপ্তাহে ২০ কোটি ডলার

কমলা হ্যারিসের প্রচারণা তহবিলে ১ সপ্তাহে ২০ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিস মাঠে নামার এক সপ্তাহের মধ্যে দলটির নির্বাচনী ফান্ডে ২০ কোটি ডলার জমা পড়েছে। রোববার (২৮ জুলাই) কমলা হ্যারিসের নির্বাচনী ক্যাম্প এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ১০০ দিন বাকি। গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে মনোনীত করেন।

এরপর থেকেই ডেমোক্রেট শিবির থেকে জোড়ালো সমর্থন পেতে শুরু করেছেন কমলা। লাখো চাঁদাদাতা তার সমর্থনে এগিয়ে এসেছেন। এক সপ্তাহের ব্যবধানে তার নির্বাচনি প্রচারণা তহবিলে জমা পড়েছে প্রায় ২০ কোটি ডলার। 

এই অর্থের পুরোটাই ডোনেশন বা দান, আর দাতাদের মধ্যে বেশিরভাগই এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো প্রার্থীর (বা সম্ভাব্য প্রার্থী) তহবিলে অর্থ জমা দিয়েছেন।

কমলার সহকারী প্রচার ব্যবস্থাপক রব প্ল্যাহার্টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেন, ‘আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এর মধ্যে কমলা হ্যারিস ২০ কোটি ডলার তুলে ফেলেছেন। দাতাদের ৬৬ শতাংশই নতুন ডোনার। আমরা ১৭ হাজার নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি।’

ইতোমধ্যে বিল ক্লিনটন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসির মতো বড় বড় ডেমোক্র্যাটিক নেতা কমলা হ্যারিসকে সমর্থন করার কথা জানিয়েছেন।

আগস্টে অনলাইন ভোটের মাধ্যমে নতুন প্রার্থীকে বেছে নেবে ডেমোক্র্যাটিক পার্টি। তারপরই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদ প্রার্থীর নাম জানাবে তারা। তবে সেই নামটি যে কমলা হ্যারিস হতে চলেছে তা অনেকটাই নিশ্চিত। 

সম্প্রতি রয়টার্স ও ইপসসের এক জরিপে জানা যায়, প্রাথমিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প কমলার চেয়ে এগিয়ে নেই। তারা দুজন এখন সমানে সমান।  

এর আগে ট্রাম্পের শিবির থেকে জানানো হয়, দ্বিতীয় প্রান্তিকে ৩৩ কোটি ডলার ফান্ড পেয়েছে তারা। তবে, গত এক সপ্তাহে কত জমা পড়েছে তা জানানো হয়নি।