গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রায় ৩২৩ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুলাই) পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা। এ বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ২৫ লাখ ৭১ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮১ লাখ ২১ হাজার টাকা। সমাপ্তি জের ৪৪ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৩১৮ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩১৮ কোটি ৭২ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা।
মোট ৩২৩ কোটি ৫৩ লাখ ৫৭ হাজার ৪৭১ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র।
মেয়র মতিয়ার রহমান হাজরা সভাপতিত্বে বাজেট ঘোষণার আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, ঘাঘর বাজার বণিক সমিতির সভাপতি মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম রুনি, সাংবাদিক মিজানুর রহমান বুলু, কাউন্সিলর আলী আসগর বক্তব্য রাখেন।
মেয়র মতিয়ার রহমান হাজরা বলেন, পৌরবাসীর সহযোগিতায় এ পৌরসভাকে আধুনিক, স্মার্ট পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।