জাতীয়

সহিংসতায় নিহতদের স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শোক পালিত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৩০ জুলাই) শোক পালনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করেন। 

এছাড়া, নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দুপুরে মন্ত্রণালয়ের মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত সবাই এতে অংশ নেন।