বিনোদন

টানা দুদিন শুটিং বন্ধের পর চেনা ছন্দে ফিরল টলিউড

গত সোমবার থেকে স্তব্ধ হয়ে পড়েছিল টলিপাড়া। টানা দুই দিন শুটিং বন্ধ থাকার পর ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরেছেন কলকাতার নির্মাতা-অভিনেতা-টেকনিশিয়রা। বুধবার (৩১ জুলাই) সকাল থেকে চেনা ছন্দে ফিরেছেন তারা।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, বুধবার সকাল থেকে পুরোনো ছন্দে ফিরেছে টলিউড। টেকনিশিয়ান, অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে ফের ব্যস্ত হয়ে পড়েছে টলিউডের শুটিং ফ্লোরগুলো। সকাল থেকে স্টুডিওপাড়ার নানা ফ্লোরজুড়ে শুরু হয় সিরিয়াল, ওটিটির শুটিং।

আজ সকাল সকাল ভারতলক্ষ্মী স্টুডিওতে পৌঁছে যান কাঞ্চন মল্লিক। সেখানে কালার্স বাংলার একটি ধারাবাহিকের শুটিং করেন তিনি। অন্যদিকে, ‘ফুলকি’ ধারাবাহিকের শুটিং অনুষ্ঠিত হয়। টেকনিশিয়ানস স্টুডিওতে শুটিং চলছে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ধারাবাহিকের। তা ছাড়া জি-বাংলার সারেগামাপা রিয়েলিটি শোয়েরও শুটিং হওয়ার কথা রয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

টানা দেনদরবারের পরও ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বের অবাস হচ্ছিল না। সর্বশেষ গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপে তাদের দ্বন্দ্বের ইতি ঘটে। পরিচালক রাহুল মুখার্জির উপর নিষেধাজ্ঞা নিয়ে এই জটিলতা তৈরি হয়েছিল। তারই ইতি টানেন মুখ্যমন্ত্রী নিজে। মমতার নির্দেশ— কাউকে ব্যান করা যাবে না।

গতকাল সন্ধ্যায় চিত্রনায়ক ও তৃণমূলের সংসদ সদস্য দেব বলেন, ‘এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে কেউ কোনো ভুল করলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে।’

পরিচালকদের পক্ষ থেকে গৌতম ঘোষ বলেন, ‘শুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মের পরিবর্তন আনা হচ্ছে। একটি কমিটি গঠন করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হবে। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।’

মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে নবান্নে বিশেষ এক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব ও গৌতম ঘোষ। এসময় অরূপ বিশ্বাসও উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরই এমন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।