অবশেষে খুলে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-টুইটার। ১৪ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার পর ফেসবুক-টুইটার খুলে দেয়া হয়েছে।
এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়া হবে।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘যেসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি। ফেসবুক, টিকটক ও ইউটিউব, বিকেলের মধ্যে সব চালু হবে।’
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ৫ দিন পর গত ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু হয়। এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। এ সময় ফেসবুক-টুইটার বন্ধ ছিল।
পড়ুন
১০ দিন বন্ধ থাকার পর চালু হলো মোবাইল ইন্টারনেট