হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়ার হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে বিস্তৃত পরিসরে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হামাস নিজেরাই এর প্রতিশোধ নেওয়ার কথা ঘোষণা দিয়েছে। এছাড়া হামাসের মিত্র ইরান জানিয়েছে, হানিয়ার রক্তের শোধ তারা নেবে।
ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে কাতার থেকে তেহরানে গিয়েছিলেন হানিয়া। স্থানীয় সময় বুধবার ভোরে তেহরানের যে বাড়িতে হানিয়া ছিলেন সেখানে এক দেহরক্ষীসহ নিহত হন তিনি। ব্রিটিশ সংবামাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইসমাইল হানিয়াকে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে।
হামাসের সশস্ত্র শাখা একটি বিবৃতিতে বলেছে, হানিয়ার হত্যাকাণ্ড ‘যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যাবে এবং এর বড় প্রতিক্রিয়া হবে।’
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি বলেছেন, এ ঘটনার জন্য ইসরায়েল ‘নিজের জন্য কঠোর শাস্তি’ বেছে নিয়েছে। হামাস নেতার মৃত্যুর প্রতিশোধ নেওয়া তেহরানের কর্তব্য।
ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা হানিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় তেহরানের কৌশল নির্ধারণের জন্য বৈঠক করেছে। তবে এ বিষয়ে বিশদ এখনও কিছু জানা যায়নি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হানিয়াহকে ‘কাপুরুষোচিত’ হত্যার জন্য ‘অনুশোচনা’ করবে ইসরায়েল।