গাজীপুরের কালীগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় শাকিল মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল মিয়া কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ ইউনিয়নের একডালা গ্রামের আবিদ আলীর ছেলে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে কাপাসিয়াগামী একটি অটোরিকশাকে নরসিংদী থেকে ছেড়ে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শাকিল হন নিহত হন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।