নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে সৈয়দপুরের ওয়াপদা মোড়ের নয়া বাজার ও কিশোরগঞ্জের রণচণ্ডী ইউনিয়নের জলঢাকা-রংপুর সড়কের অবিলের বাজার নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার ইপিজেড মোড় এলাকার ইলিয়াস আলীর ছেলে সুমন (২৭) ও তার ছোট ভাই সিয়াম (২২)। তাৎক্ষণিক অন্য দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ও কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।