আন্তর্জাতিক

হানিয়ার হত্যাকাণ্ড যুদ্ধবিরতির জন্য সহায়ক নয়: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,হামাসের নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড গাজায় ইসরায়েলের যুদ্ধে যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য সহায়ক নয়।

হানিয়ার হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধে পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি বেড়েছে। গাজা যুদ্ধ অবসানে কাতারের মধ্যস্থতায় যে আলোচনা চলছিল, তাতে অংশ ছিল হানিয়ার। নেতার হত্যাকাণ্ডের ঘটনায় হামাস আদতে আর ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসবে কিনা সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

হানিয়া হত্যাকাণ্ড যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নষ্ট করেছে কিনা জানতে চাইলে বৃহস্পতিবার রাতে বাইডেন বলেন, ‘এটি সহায়ক নয়।’

বাইডেন আরও জানিয়েছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সব শত্রুর হাত থেকে ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি তিনি নেতানিয়াহুকে দিয়েছেন।