খেলাধুলা

শনিবার ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শান্তদের ফিটনেস টেস্ট

ছাত্রদের আন্দোলনে উত্তাল ঢাকা, উত্তাল দেশ। এর মধ্যে থেমে নেই ক্রিকেটীয় কার্যক্রম। আসন্ন পাকিস্তান সফরকে সামনে রেখে জোর প্রস্তুতিতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (০৩ আগস্ট) সকাল ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিকেটাদের ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে অনুশীলন।

রাইজিংবিডিকে মুঠোফোনে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেটার অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস। তিনি জানান, বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভোর ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত হবে ফিটনেস টেস্ট।

ফিটনেস টেস্ট আধঘণ্টার রানিং শেষে ক্রিকেটাররা ফিরবেন মিরপুরে। হোম অব ক্রিকেটে সকাল ১০টা থেকে শুরু হবে অনুশীলন। গতকাল ঢাকায় ফেরা প্রধান কোচ হাথুরুসিংহের তত্ববধানে অনুশীলন শুরু হবে।

এর আগে গত ২০ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্সে ১৬০০ মিটার রানিং করেছিলনে ক্রিকেটাররা। ৩ মাস পর আবারও একই পরীক্ষার মুখোমুখি তারা।

এদিকে ছাত্রদের আন্দোলনের দিকে তীক্ষ্ণ নজর রাখছে বিসিবি। পরিস্থিতি অনুকূলে না থাকলে ভিন্ন চিন্তা করা হবে।

শাহরিয়ার নাফিস বলেন, ‘হ্যাঁ, এখন পর্যন্ত আমাদের প্রোগ্রাম অন আছে। ম্যানেজমেন্ট এটা পরিস্থিতির ওপর খেয়াল রাখছে, এখন পর্যন্ত কোনো পরিবর্তন নাই।’

চলমান পরিস্থিতির মাঝে কড়া নিরাপত্তায় চট্টগ্রামে চলছিল টাইগার্সের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্প শেষে ইতোমধ্যে ক্রিকেটাররা ফিরেছেন ঢাকা। এবার পাকিস্তান সিরিজের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে শুরু হবে অনুশীলন। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৬ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম টেস্ট ও করাচিতে ৩০ আগস্ট থেকে হবে দ্বিতীয় টেস্ট।