ঢাকার ধামরাইয়ে মুক্তিযোদ্ধা বহুমুখী সমাবায় সমিতি লিমিটেডের কার্যালয়ের তালা ভেঙে দুর্বৃত্তরা কাগজপত্র তছনছ ও লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাতে পৌরসভার ধামরাই বাজারের গোপনগর এলাকায় আবস্থিত কার্যালয়টিতে ঘটনাটি হয়।
ধামরাই থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান, গতকাল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা থাকতে পারে।
মুক্তিযোদ্ধারা জানান, ৫-৬ বছর আগে দুই তলা ভবনটি নির্মাণ করা হয়েছে। মুক্তিযোদ্ধারা নিয়মিত এখানে আসেন। গতকাল ভবনটি যথারীতি তালা দিয়ে যাওয়া হয়। আজ সকালে একটি রুটির দোকানের মালিক জানান, ভবনের তালা ভাঙা এবং ভাঙচুর করা হয়েছে।
সরেজমিনে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে গিয়ে দেখা যায়, দুই তলা ভবনের নিচ তলার কাঠের প্রধান দরজাটির হ্যাজবল ভেঙে ফেলা হয়েছে। সেখানে থাকা তালাটিও ভেঙে ফেলা হয়েছে। বাম পাশে মুক্তিযোদ্ধা কমান্ডারের বসার কক্ষ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র। কক্ষটির ভেতরে থাকা কাগজপত্র রাখার আলমারি খোলা। ভবনটির ওপর তলার কোনো কক্ষ তছনছ করা হয়নি।
ধামরাই থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, ‘রাতে তালা ভেঙে ভেতরে ঢুকে কাগজপত্র নিয়ে গেছে। তছনছ করেছে। আমরা খবর পেয়ে এসে এসব দেখতে পাই। থানায় মামলা হচ্ছে। অনেক কাগজপত্র তারা ছিঁড়ে ফেলেছে। আর্থিক ক্ষতি পরিমাণ বলা যাবে না, কিন্তু বহু কাগজপত্র নষ্ট হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের কোনো শত্রু নেই। গতকাল জামায়াত-শিবির নিষিদ্ধ হয়েছে। এ ঘটনার সঙ্গে হয়তো তাদের সম্পৃক্ততাও থাকতে পারে। থানায় লিখিত অভিযোগ করা হবে।’
ধামরাই থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘রাতের বেলা তালা ভেঙে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ঢুকেছে দুর্বৃত্তরা। সেখানকার কিছু জিনিসপত্র তছনছ করেছে তারা। ওখানে ক্যামেরা বা নাইটগার্ড ছিল না। সংসদ সদস্য ও থানা পুলিশ সেখানে গিয়েছিল। তেমন কিছু লুটপাট হয়নি। তবুও ভবনটিতে কারা ঢুকেছে, কেন ঢুকেছে এসব বিষয় তদন্ত করে দেখছি। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা ভবনটি পরিদর্শন করেছি। কে বা কারা রাতে তালা ভেঙেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশকে নিরাপত্তা দেখার কথা বলা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে।’
ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বেনজির আহমদ বলেন, ‘গতকাল রাতে চারটা তালা ভেঙে ভেতরে ঢুকেছে। ভাংচুর করেছে। তছনছ করেছে। কিছু কাগজপত্র নিয়ে গেছে। মুক্তিযোদ্ধা সংসদে লুট করা, আক্রমণ করা এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। স্বাধীনতা যারা মানে না, মুক্তিযোদ্ধাদের সহ্য করতে পারে না তারাই এটা করতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।’