সারা বাংলা

বাধাহীন গণমিছিলে উত্তাল চট্টগ্রাম 

শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে হওয়া গণমিছিলে উত্তাল ছিল বন্দরনগরী চট্টগ্রাম। বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর থেকেই আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন তারা।  

এদিকে, মিছিল ঘিরে আন্দরকিল্লা মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তবে, পুলিশ ছিল নীরব। মিছিলে পুলিশ কোনো বাধা দেয়নি।

জানা গেছে, জুমার নামাজের পর থেকেই চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে থেকে মিছিল নিয়ে তারা লালদীঘি ময়দান হয়ে নিউমার্কেট মোড় পর্যন্ত যান। সেখান থেকে বিশাল এক মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরের বহদ্দার হাট মোড়ে অবস্থান নেয়। মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ এর ডাক দেন। তিনি তাদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান।