সারা বাংলা

সাজেক-লংগদুর সঙ্গে দেশের সড়ক যোগাযোগ বন্ধ

টানা বর্ষণ এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফলে সড়ক পনিতে ডুবে যাওয়ায় দীঘিনালার সঙ্গে রাঙামাটির পর্যটন এলাকা সাজেক ও লংগদুর সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধা হয়ে গেছে। শুক্রবার (২ আগস্ট) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার এতথ্য জানান। 

সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ চক্রবর্ত্তী বলেন, শুক্রবার বিকলে থেকে সাজেক ইউনিয়নের বাঘাইহাটে প্রায় কোমড় পর্যন্ত পানি রয়েছে রাস্তায়। এ কারণে  সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যদি আজ রাতে বৃষ্টি না হয় তাহলে পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, খাগড়াছড়ি-সাজেক সড়কের কবাখালিতে সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেকের সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শিরীন আক্তার বলেন, বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজার ডুবে যাওয়ায় সাজেকের সাথে খাগড়াছড়ির যোগাযোগ বন্ধ হয়ে গেছে।