সারা বাংলা

ফেনীতে ১৬ ঘণ্টায় ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত

ফেনীতে গত ১৬ ঘণ্টায় ৩০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. সালেহ আহম্মদ। 

সালেহ আহম্মদ বলেন, ফেনীতে দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বোচ্চ ৩০৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। আগামী ১০ দিন ফেনীতে বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে। 

এদিকে, দুই দিনের বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার ২২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে পরশুরাম উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিন স্থানে ভেঙে অন্তত ১২টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে পরশুরামের শালধর এলাকায় মুহুরী নদীর বাঁধ, বিকেল ৪ টার দিকে বক্সমাহমুদ ইউনিয়নের  টেটেশ্বর এলাকায় কহুয়া নদীর বাঁধ, বিকেল সাড়ে ৪ টার দিকে মির্জানগর ইউনিয়নের পশ্চিম মির্জানগরের বেড়িবাঁধ ভেঙে ৩ ইউনিয়নের ১২ টি গ্রাম প্লাবিত হয়। এ ছাড়া বর্ষণে ফেনী শহরের বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান, টানা বর্ষণে পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত ৩ টি ইউনিয়নে নদী ভাঙনের খবর পেয়েছি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।