সারা বাংলা

পাবনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন পাবনার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে তারা সমবেত হয়। পরে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বরে সামনে এসে হাজারো শিক্ষার্থী অবস্থান নেয়। শিক্ষার্থীরা তাদের দাবিগুলো নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়।

এদিকে পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভ মিছিলে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত এই আন্দোলনে সহযোগিতা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এ সময় শহরে বেশ কিছু সময় অবস্থান করে দুপুর ১টার দিকে আবারও বিক্ষোভ মিছিল নিয়ে সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে শিক্ষার্থীরা। সেখান থেকে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা। 

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। তারাও শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিলো। কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।’