দেশের চলমান অস্থিরতার মধ্যে অনিশ্চয়তা পড়ে গেছে অনেক সিনেমার মুক্তি। চলতি মাসে ছয়টি সিনেমা মুক্তির কথা থাকলেও সেগুলোর মুক্তি অনিশ্চিত।
লেখক পরিতোষ বাড়ৈয়ের ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘নন্দিনী’ সিনেমায় কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্তর বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন ঢাকার ছোট পর্দার অভিনেত্রী নাজিরা মৌ। এই সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হবে। সিনেমাটি গত ২ আগস্ট মুক্তির কথা থাকলেও স্থগিত করেছেন পরিচালক সোয়াইবুর রহমান রাসেল।
তিনি বলেন, ‘দেশের চলমান অস্থিরতায় এখন সিনেমা হল বন্ধ রয়েছে। আমরা যে প্রেক্ষাগৃহগুলো চূড়ান্ত করেছিলাম সেগুলো এখন বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে সিনেমা চালাব কোথায়? পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং প্রযোজক সমিতির অনুমতি পেলে চলতি মাসের শেষ সপ্তাহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যথয় সেপ্টেম্বরে নতুন করে ডেট নেব।’
মনতাজুর রহমান আকবর পরিচালিত ও জনপ্রিয় অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল অভিনীত সিনেমা ‘অমানুষ হলো মানুষ’ আসছে ৯ আগস্ট দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক।
ডিপজল বলেন, ‘আমি সবসময় চলচ্চিত্রের কথাই ভাবি। বর্তমান পরিস্থির কারণে বেশ কিছুদিন ধরে সিনেমা হল বন্ধ রয়েছে। এমন অবস্থা চলতে থাকলে অনেক হল মালিক পথে বসে যাবে। আমার সিনেমা মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। হল মালিকদের কথা বিবেচনা করে আসছে ৯ আগস্ট সিনেমাটি মুক্তি দেব। না দিলে ইন্ডাস্ট্রিতে খারাপ প্রভাব পড়ে। আমি অন্যদেরও বলব—ব্যাক টু ব্যাক সিনেমা মুক্তি না দিলে দর্শকের কাছে নেতিবাচক ধারণা তৈরি হয়। তাছাড়া এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। সিনেমা মুক্তিতে সমস্যা দেখছি না।’
যোগ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক বলেন, ‘ঈদের পর থেকে প্রেক্ষাগৃহ মালিকরা নতুন সিনেমার অপেক্ষায়। আমি পেশাদার প্রযোজক। আমার নিজেরও প্রেক্ষাগৃহ ছিল। নতুন সিনেমার অভাবটা বুঝি। তাই সিদ্ধান্ত নিয়েছি নির্ধারিত দিনেই সিনেমা মুক্তি দেওয়ার। আশা করছি, চলমান ইস্যু দ্রুত শেষ হবে। দু’এক দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।’
ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামে টালিউডের এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। কলকাতায় মুক্তির একদিন পর (১৬ আগস্ট) বাংলাদেশের প্রেক্ষাগৃহে আমদানি নীতিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।
তবে শেষ পর্যন্ত ১৬ আগস্ট (শুক্রবার) ‘পদাতিক’ মুক্তি দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, ‘আমরা সেন্সরে জমা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু দেশের চলমান পরিস্থিতি শান্ত না হলে কিছুই করা যাচ্ছে না। যদি অস্থির অবস্থা না থাকে তাহলে অবশ্যই ১৬ আগস্ট সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেব। প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনাও হয়েছে। তারা সিনেমাটি চালানোর ব্যাপারে আগ্রহী। গোটা বিষয় নির্ভর করছে পরিস্থিতির উপর।’
সামাজিক গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘বান্ধব’। চলমান দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে আসছে ১৬ আগস্ট অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক অনুপ কুমার বড়ুয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মৌ খান, সুমিত সেনগুপ্ত, রেবেকা রউফ, জয় রাজ, প্রয়াত সিরাজ হায়দার, হাবিব খান প্রমুখ।
প্রযোজক অনুপ বলেন, ‘সব কাজ গুছিয়ে এনেছি। পোস্টার-ব্যানার তৈরি আছে। এরই মধ্যে অনিশ্চয়তায় পড়ে গেলাম। প্রেক্ষাগৃহে দর্শক আসবে কীভাবে এ অবস্থায়! দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে ১৬ আগস্ট সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’
শহীদুল্লাহ কায়সার রচিত ও আবদুল্লাহ আল মামুন পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘সংশপ্তক’র ‘হুরমতি’ চরিত্র দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। সেই ‘হুরমতি’ নামেই চলচ্চিত্র নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম পারভীন। আসছে ১৬ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে দেশের চলমান পরিস্থিতিতে সিনেমাটি নিয়ে অনিশ্চয়তায় আছেন প্রযোজক। শবনম পারভীন জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটি মুক্তি দেবেন, না হলে এক মাস পেছাবেন।
সারাদেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। এমন বাস্তবধর্মী গল্প নিয়ে পরিচালক আব্দুল মান্নান নির্মাণ করেছেন সিনেমা ‘কিশোর গ্যাং’। সিনেমাটিতে অভিনয় করেছে একদল নতুন মুখ। সিনেমাটি গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও পিছিয়ে যায়। তখনই মান্নান জানান, ২৩ আগস্ট মুক্তি দেবেন। তিনি বলেন, ধারণা করছি চলমাল পরিস্থিতি অচিরেই সমাধান হবে। সবকিছু ঠিক থাকলে এদিন সিনেমাটি মুক্তি পাবে।