খেলাধুলা

কোচ হিসেবে ম্যাককালামকে চাচ্ছেন মরগান

কোচ হিসেবে ম্যাককালামকে চাচ্ছেন মরগান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা পর্যালোচনা করে সরিয়ে দেওয়া হয়েছে ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথিউ মটকে। তার জায়গায় নতুন কোচ খুঁজছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইতোমধ্যে বেশ কিছু কোচের সংক্ষিপ্ত তালিকাও তৈরি করেছে তারা। সেই তালিকায় কারা আছেন সেটা এখনও জানা যায়নি। তবে সাবেক অধিনায়ক ইয়ান মরগান মনে করছেন সাদা বলের কোচ হিসেবেও ব্রেন্ডন ম্যাককালাম সবচেয়ে যোগ্য।

এ বিষয়ে তিনি বলেন, ‘সাদা বলের কোচ হিসেবে ম্যাককালাম সবচেয়ে যোগ্য। ইতোমধ্যে টেস্ট ফরম্যাটে তিনি নিজেকে প্রমাণ করেছেন। এছাড়াও রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং ও স্টেফান ফ্লেমিংও ইংল্যান্ডের সাদা বলের কোচ হওয়ার যোগ্য। দ্রাবিড় তো বিশ্বের সেরা কোচ।’

ইংল্যান্ড সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে। এরপর তারা অস্ট্রেলিয়ার বিপক্ষের সিরিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করবে। নতুন কোচ নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন।

ম্যাথিউ মটের নেতৃত্বে ইংল্যান্ড ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।