জাতীয়

ঢাকা-চিটাগংরোড মহাসড়কে আন্দোলনকারীদের অবস্থান

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে আজ বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই ধারাবাহিকতায় শনিবার (৩ আগস্ট) দুপুর ২টার কিছু আগে ঢাকা-চিটাগংরোড মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, এখনও সড়কে অবস্থান করছেন তারা। সারারাত রাস্তায় থাকবেন বলেও জানান তারা।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকেই তারা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢালে কাজলা বাস স্ট্যান্ডে অবস্থান করছে। ছোট ছোট দল নিয়ে অনেকে যোগ দেন সেখানে। কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত তারা অবস্থান করছেন।

আন্দোলনকারীদের একজন সিফাত জানান, আন্দোলন চলছে, চলবে। সারারাত আমরা রাস্তায় থাকবো।

এদিকে, দুপুর থেকেই এ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। কিছু রিকশা চললেও জেরায় পড়তে হচ্ছে আন্দোলনকারীদের। তবে, অ্যাম্বুলেন্স চলাচলে কোনও বিঘ্ন ঘটছে না। দুপুর থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত কোনও সহিংসতার ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দেখা যায়নি। কয়েকটি ট্র্যাক এনে রাস্তার মাঝে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, পুলিশ যেন ঢুকতে না পারে, এজন্য রাস্তা আটকে দিচ্ছি।

এদিকে, ব্যস্ততম এ রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অফিস থেকে ফেরা মানুষেরা। অনেকে হেঁটেই বাসায় যাচ্ছেন। তবে, রিকশাওয়ালাদের পোয়াবারো। তারা কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছেন বলে জানান যাত্রীরা।

সুলতানা আক্তার নামে এক নারী বলেন, চট্টগ্রামে যাব। গাড়ি চলে না। যেতেই হবে। মতিঝিল থেকে যাত্রাবাড়ী আসলাম ২০০ টাকায়। যাত্রাবাড়ী থেকে কাজলা নিলো ৬০ টাকা। শনিরআখড়া পর্যন্ত হেঁটে আসলাম। চিটাগংরোড পর্যন্ত রিকশা ভাড়া চাচ্ছে ২৫০ টাকা। কী এক বিপদে পড়েছি!