সারা বাংলা

‘আন্দোলনের ঐতিহাসিক স্বাক্ষী হতেই সন্তানদের নিয়ে এসেছি’

কোটা সংস্কার আন্দোলকে ঘিরে দেশব্যাপী হত্যা, গ্রেপ্তার, হয়রানি বন্ধ এবং অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গাইবান্ধায় শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবক ও পেশাজীবী সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে নিপিড়ন বিরোধী নাগরিক সমাজ গাইবান্ধার আয়োজনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এই সমাবেশে বক্তারা বলেন, ‘সারাদেশেই আজ হামলা-মামলা, গুম ও নির্যাতনের ঘটনা ঘটছে। গ্রেপ্তারের ভয়ে অনেক নিরীহ শিক্ষার্থী ঘরে থাকতে পারছেন না। সরকারের কোনো বাধাই থামাতে পারছে না এই জনস্রোতকে। প্রতিবাদ করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন রাস্তায় নেমে এসেছেন। এতগুলো মৃত্যুর পরও এখনো কারো বিচার হয়নি। অথচ গায়েবি মামলায় সাধারণ মানুষ পর্যন্ত ঘরছাড়া মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ করার দাবি জানান বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনিক শাহরিয়ার বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ভাই-বোনদের বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউই ঘরে ফিরে যাব না। আমাদের ৯ দফা দাবি মেনে নিতে হবে। সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রীর বক্তব্য একেবারেই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। আমরা সরকার বিরোধী নই, তবে সরকারের একের পর এক ভুল আচরণের কারণে আমরা সবার পদত্যাগ দাবি করছি।’

অভিভাবক সোমা ইসলাম বলেন, ‘২০২৪ সালের আন্দোলনের ঐতিহাসিক সাক্ষী হতেই দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে এসেছি। মুক্তিযুদ্ধ দেখিনি। যুদ্ধে যাওয়ার সুযোগও হয়নি। মানুষকে কীভাবে তার ন্যায্য অধিকার আদায় করতে হয়, আমি চাই আমার দুই সন্তান সেটা স্বচক্ষে দেখুক।’ 

অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, ‘নির্বিচারে ছাত্র-জনতা হত্যা, ‘ছাত্র-শিক্ষকদের গ্রেপ্তার, হয়রানি, গ্রেপ্তার, ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও ছাত্রদের ৯ দফা দাবি আদায় করতে আমরা ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- লেখক ও অধ্যাপক (অবঃ) মাজহারুল মান্নান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন জেলা শাখার সমন্বয়ক মঞ্জুরুল আলম মিঠু, নারী মুক্তি কেন্দ্র জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যাপক রোকেয়া খাতুন, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, বাসদ নেতা গোলাম রব্বানী, বাংলাদেশ সাম্যবাদী আন্দোলনের সদস্য শামীম আরা মিনা, অভিভাবক সোমা ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অনিক শাহরিয়ার প্রমুখ।